রাজারহাটে নানা অপকর্মের মূল হোতা রফিকুল সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজারহাটে নানা অপকর্মের মূল হোতা রফিকুল সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা রতন রায় : স্টাফ করেসপন্ডেন্ট কুড়িগ্রাম। কুড়িগ্রামের রাজারহাটে নানা অপকর্মের মূল হোতা ,মাদকসেবী,সাবেক গণধর্ষক ও সুদী ব্যবসায়ী রফিকুলের নামে থানায় চাঁদাবাজির মামলা দায়ের হয়েছে। বিগত সরকারের সময় দলীয় প্রভাব খাটিয়ে এক প্রধান শিক্ষকের নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি ও নগদ ৮০ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে তিনি রফিকুলকে প্রধান আসামি করে তিন জনের নামে এই মামলা দায়ের করেন। রফিকুল মানবজমিন পত্রিকার রাজাহাট প্রতিনিধি। মামলার ওপর দুই আসামী হলেন তার সহযোগী সেকেন্দার আলী বাবলু এবং মজিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৩-৪ জন। জানা গেছে,গত ২৫ জানুয়ারী দুপুরে উপজেলা শিক্ষা অফিসের সামনে উপজেলার কালিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের পথরোধ করে সন্ত্রাসী রফিকুল ও উক্ত ২ ব্যক্তি সহ অজ্ঞাতনামা ৩-৪ জন সন্ত্রাসী তার নিকট তিন লক্ষ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাকে ভয়-ভীতি হুমকি ধামকি দিয়ে রফিকুল নগদ ৮০হাজার টাকা হাতিয়ে নিয়ে চাঁদার অবশিষ্ট টাকা দ্রুত পরিশোধের কথা বলে। অন্যথায় ওই শিক্ষকের হাত পা ভাঙ্গা সহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় রবিবার রাতে প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাদী হয়ে রাজারহাট থানায় রফিকুল ইসলাম,সেকেন্দার আলী বাবলু ও মজিদুল ইসলাম সহ তিন জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরো ৩-৪ জনকে আসামি করে ৩৪১/ ৩৮৫/৩৮৬/৫০৬ ধারায় একটি মামলা (নম্বর-১৫/২০২৪) দায়ের করেন। উল্লেখ্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ছাড়াই রাজারহাট উপজেলায় সাংবাদিকতার মতো মহান পেশাকে কলুষিত করে রফিকুল নিজে চাঁদাবাজি,সন্ত্রাসী, সুদের ব্যবসা এবং তার ছোট ভাইকে দিয়ে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিল। রফিকুল উপজেলার বোতলার পাড় ছাটমল্লিক গ্রামের নজরুল ইসলামের পুত্র। গত ৫ আগস্ট থেকে ওই সে গা ঢাকা দিয়ে রয়েছে। রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে তাদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

আগস্ট 30, 2024 - 20:28
আগস্ট 30, 2024 - 20:37
 0  3
রাজারহাটে নানা অপকর্মের মূল হোতা রফিকুল সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
রাজারহাটে নানা অপকর্মের মূল হোতা রফিকুল সহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow