ঝিনাইদহে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মোটরসাইকেলচালক নিহত
নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ।। ঝিনাইদহের মহেশপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নাঈম হোসেন (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরোহী সালিম হোসেন। ঝিনাইদহের মহেশপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৫ জানুয়ারি) সকালে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাঈম মহেশপুর উপজেলার ভালাইপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে এবং আহত সালিম একই গ্রামে শফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, সকালে ভালাইপুর গ্রাম থেকে মোটরসাইকেলে করে নাঈম হোসেনের চাচাতো ভাই সালিমকে সঙ্গে নিয়ে মহেশপুরে যাচ্ছিলেন। পথে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নাঈম ও সালিম গুরুতর আহত হন। স্থানীয়রা সেখান থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারজানা নাজনীন শাম্মি বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছিল। এদের মধ্যে নাঈম হাসপাতালে আসার কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মাথায় গুরুতর আঘাত পাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আর আহত সালিমের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে
আপনার অনুভূতি কী?