রাসুলুল্লাহ (সা.) কে অবমাননায় অভয়নগরে ছাত্র সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ

অভয়নগর (যশোর) প্রতিনিধি: বিশ্বনবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ(সা.) কে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভয়নগরে ছাত্র সমাজের "বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক উদ্ধৃত এবং কট্টর হিন্দুত্ববাদী বিজেপি নেতা নিতেশ নারায়ণ রানে সমর্থিত, কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননাকর ন্যাক্কারজনক ঘটনার পরিপ্রেক্ষিতে পুরো বিশ্ব উত্তাল। তারই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার অভয়নগরে ইমাম পরিষদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ' অনুষ্ঠিত হয়। অভয়নগর ইমাম পরিষদের ব্যানারে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে যোগদেয় হাজার হাজার মুসল্লীরা।এসময় মুফতী ইসমাঈল হুসাইন রাহমানির সঞ্চালনায় সভাপতিত্ব করেন, হাফেজ মাওলানা গোলাম মওলা। এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, হেফাজত নেতা মুফতী রফিকুল ইসলাম, পল্লীমঙ্গল আদর্শ মহাবিদ্যালয়'র অধ্যক্ষ খায়রুল বাসার, ছাত্র নেতা আশিকুর রহমান, রাকিব পাটোয়ারী, বিএনপি নেতা আসাদুজ্জামান জনি। এসময় বক্তারা বলেন, মুসলমান খুবই শান্তিপ্রিয় একটা জাতি। তবে নবী ও ইসলামের প্রশ্নে আপোষহীন। অতীত ভবিষ্যতে ইসলাম ও বিশ্বনবী (সা) তো বহুদূর, অন্যকোনো ধর্ম নিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটলে আমরা বরদাস্ত করব না। একটা সুন্দর, সুশৃঙ্খল, অসাম্প্রদায়িক ও ভাতৃত্বের বিশ্ব সমাজ ব্যবস্থা চাই, ইনশাআল্লাহ"।

অক্টোবর 1, 2024 - 20:49
 0  12
রাসুলুল্লাহ (সা.) কে অবমাননায় অভয়নগরে ছাত্র সমাজের বিক্ষোভ ও প্রতিবাদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow