নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিন দিনের কর্মবিরতি ও অবস্থান

রাসেল মোল্লা নড়াইল নড়াইলে তিনদিনের অর্ধদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটে নেমেছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা। আজ মঙ্গলবার সকাল থেকে তাঁরা কর্মবিরতি দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট শুরু করেছেন। ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। তাঁরা জানান, সরকারের বিভিন্ন দপ্তরে সার্ভেয়ার ও সমমানের পদে কর্মরত রয়েছেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রিধারীরা। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁরা বৈষম্যের শিকার। অন্যান্য ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের মত তাঁরা দ্রুত ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন করতে হবে। বৈষম্যবিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবি অধিকার বাস্তবায়ন পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছেন। এ কর্মসূচিতে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের মো. জহিরুল ইসলাম ও হাবিবুর রহমান, জেলা পরিষদের আবু হানিফ, সড়ক ও জনপথ অধিদপ্তরের আব্দুল্লাহ আল মামুন, পানি উন্নয়ন বোর্ডের মিজানুর রহমান ও আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরে কর্মরত সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অংশ নেয়।

অক্টোবর 1, 2024 - 20:39
 0  2
নড়াইলে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তিন দিনের কর্মবিরতি ও অবস্থান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow