শিশুশ্রম মুক্ত বাংলাদেশ গড়তে এগিয়ে চলি
ছায়েল কাজী শরিয়তপুর- বাংলাদেশ ইন্টার্নাল অ্যাসোসিয়েশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে শিশুশ্রমের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে এবং শিশুদের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে। শিশুশ্রম একটি জাতীয় সংকট, যা শিশুদের শিক্ষার সুযোগ, শৈশবের আনন্দ ও সুস্থ ভবিষ্যতের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সংগঠনের বিশ্বাস, প্রতিটি শিশুরই শিক্ষা, নিরাপদ জীবন এবং সুষ্ঠু বিকাশের অধিকার আছে। এই লক্ষ্যেই তারা শিশুশ্রম প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছে। বিভিন্ন স্কুল, কমিউনিটি সেন্টার ও জনসমাগমে সচেতনতামূলক সেমিনার, র্যালি এবং কর্মশালার আয়োজন করা হচ্ছে। বাংলাদেশ ইন্টার্নাল অ্যাসোসিয়েশনের অঙ্গীকার: শিশুশ্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি কর্মজীবী শিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত আইনি সহায়তা ও পরামর্শ প্রদান শিশু অধিকার রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন সংগঠনের প্রতিষ্ঠাতা বলেন, "শিশুদের হাত থেকে কাজের বোঝা সরিয়ে কলম তুলে দিতে হবে। শিশুশ্রম নয়, শিক্ষাই হোক তাদের ভবিষ্যৎ।" আমরা যদি সবাই একসঙ্গে এগিয়ে আসি, তাহলে শিশুশ্রমের অভিশাপ দূর করা সম্ভব। আসুন, একসাথে একটি শিশু-বান্ধব বাংলাদেশ গড়ে তুলি। স্লোগান: "শিশুশ্রমের অবসান, শিশুর হাতে

আপনার অনুভূতি কী?






