রাস্তা পার্কিং ভাড়া দিয়ে টাকা তুলা

রাস্তা পার্কিং ভাড়া দিয়ে টাকা তুলা

মার্চ 8, 2025 - 14:53
মার্চ 8, 2025 - 14:56
 0  5
1 / 1

1.

পার্কিং ভাড়া দিয়ে কিছু লোক টাকা তুলতো। তাদের ভাষ্য ছিল সিটি কর্পোরেশন নাকি তাদের কাছে রাস্তা ইজারা দিয়েছে। তাদের কাছে চুক্তির প্রমান চাইলে তারা কতিপয় কিছু লোকের নাম বলতো এবং কোন ডকুমেন্ট দেখাতে পারতো না। নিউমার্কেট, পলওয়েল সহ ঢাকার বেশ অনেক জায়গায় এমন করে পার্কিং এর জন্য টাকা আদায় করা হয়। সরকারী রাস্তা কি এভাবে ইজারা দেওয়া যায়? গতকাল এখানে বাইক রাখতে গিয়ে ভাড়া নিতে আশা লোকের সাথে কথা টাকাকাটি হয়। পরে অন্য যায়গায় বাইক রাখি। মতিঝিল এর ইউনুস সেন্টারের সামনে একই ঘটনার শিকার হয়েছি। এসকল কাজকর্ম কিছুদিন বন্ধ থাকলেও আসার নতুন করে শুরু হয়েছে।   সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন পূর্বক ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানাচ্ছি।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow