লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

মোঃ মিজান লোহাগাড়া চট্টগ্রাম —বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত গণসংযোগ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়ায় ১৭এপ্রিল (বৃহস্পতিবার) সকালে লোহাগাড়া উপজেলা সদরে বটতলী মোটর স্টেশনস্থ বিভিন্ন এলাকায় গণসংযোগ হয়। এই সময়ে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। গনসংযোগ চলতি সময়ে পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, কেন্দ্র ঘোষিত গণসংযোগ (১১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল) প্রত্যেক এলাকার প্রতিটি ঘরে-ঘরে, প্রতিটি মানুষের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাতে হবে। আমাদের টার্গেট হচ্ছে ইসলামের দাওয়াত, মানুষের ঘরে ঘরে পৌ্ছে দেওয়া হবে। বক্তব্যের সময়ে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর নাম অনেক আগ থেকে শুনে আসছেন আপনারা। এ সংগঠনটি সারাদেশে অন্যন্য রাজনৈতিক দলের মত দল নয়, এটি হচ্ছে এ বাংলাদেশে আল্লাহর কোরআনের আলোকে সমাজ গঠন করার জন্য, ইসলামের আলোকে একটি সমাজ গঠন করার জন্য দীর্ঘ সময় থেকে কাজ করে আসছে। বক্তব্যের শেষে তিনি তুলে ধরেন,আমরা দেড় যুগ ধরে আপনাদের মাঝে প্রকাশ্যে আসতে পারিনি। এখানে ফ্যাসিবাদ কায়েম ছিল। আল্লাহ তাআলা তাদের জুলুমের কারণে তাদেরকে উঠে নিয়ে গেছে। আমরা উন্মুক্ত পরিবেশে ইসলামের কথা বলার সুযোগ পেয়েছি। এ সুযোগে আমরা ইসলামের দাওয়াত নিয়ে কোরআনের দাওয়াত নিয়ে আপনাদের সামনে এসেছি। গণসংযোগ কালে আরো উপস্হিত ছিলেন,লোহাগাড়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর অধ্যাপক মাওলানা আছাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম,বটতলী শহরের আমীর অধ্যাপক মোহাম্মদ জালাল আহমদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহবায়ক কাজি মাওলানা নুরুল আলম চৌধুরীসহ জামায়াতের অন্যন্যা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Apr 18, 2025 - 08:08
 0  2
লোহাগাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow