শারদীয় দুর্গোৎসব : শেষ মুহূর্তে চলছে প্রতিমায় রঙ-তুলির আঁচড়
যশোর প্রতিনিধি: দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা; আর মাত্র কয়েক দিন বাকি উৎসবটির। ফলে শেষ মুহূর্তে চলছে প্রতিমায় রঙ-তুলির কাজ। যশোরের পূজা মণ্ডপগুলোতেও চলছে নানা প্রস্তুতি। জেলার ৬৫২টি মন্দির ও মন্ডপে এবার উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীতে দেবীর বোধনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। ১৩ অক্টোবর দশমীতে বিসর্জন ও শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হবে। ইতোমধ্যে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসব চলাকালীন নিরাপত্তার সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে জেলা পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে প্রতিটি মন্ডপ এলাকায় স্থানীয় প্রভাবশালী ব্যক্তিকে প্রধান করে গঠন করা হচ্ছে সম্প্রীতি রক্ষা কমিটি। জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অশোক কুমার বোস জানান, পূজা উদ্যাপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তা পাওয়া যাচ্ছে। তিনি বলেন, গত বছর সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের দেয়া বেশ কিছু সিসি ক্যামেরা সচল আছে। এর পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে নানা প্রস্তুতি নেয়া হয়েছে। শেষ মুহূর্তে প্রতিমাগুলো নতুন করে রং ও তুলির আঁচড় দিয়ে সাজিয়ে তোলা হচ্ছে। এবার যশোর সদর উপজেলায় মোট ১৫৭টি মন্ডপে পুজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে যশোর পৌরসভায় ৪৯টি। এ ছাড়াও মণিরামপুর উপজেলায় ৯৩, অভয়নগর উপজেলায় ১১৫, বাঘারপাড়ায় ৮৩, কেশবপুরে ৯২, ঝিকরগাছায় ৪৮, শার্শায় ২৮ ও চৌগাছা উপজেলায় ৩৬টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।
আপনার অনুভূতি কী?