শুভ প্রবারণা পূর্ণিমা আজ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ২য় বৃহত্তম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা আজ। ভিক্ষুদের তিন মাসের বর্ষাবাস সমাপনীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। বুধবার (১৬ অক্টোবর) সকালে মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে প্রবারণা পূর্নিমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় পতাকা উত্তোলন করা হয়। পরে, বুদ্ধপূজা, সংঘদান, পিণ্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ করে। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। আষাঢ়ী পূর্ণিমায় বৌদ্ধ ভিক্ষুরা তিন মাসের জন্য বর্ষাবাস শুরু করেন, যা আশ্বিনী পূর্ণিমায় অর্থাৎ আজ শেষ হচ্ছে। এ সময় আন্তর্জাতিক বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মমিত্র মহাথের দেশ ও জাতির মঙ্গল কামনা করেন। বিকেলে প্রদীপপূজা, আলোকসজ্জা, ফানুস ওড়ানো এবং দেশের অগ্রগতি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনার আয়োজন রয়েছে।

অক্টোবর 16, 2024 - 10:12
 0  3
শুভ প্রবারণা পূর্ণিমা আজ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow