শ্যামনগরে ইউনুছ হত্যার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি—সাতক্ষীরার শ্যামনগরে ইউনুছ আলী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভুরুলিয়া ইউনিয়নের ইউনুছ আলী হত্যার প্রতিবাদে প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শ্যামনগর থানার সামনে গিয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশে এলাকার শতাধিক মানুষ উপস্থিত হয়ে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন নাজমুল হোসেন, আবু সেলিম, আব্দুর রাজ্জাক, মিরাজ হোসেন খোকন, আঃ গফফার এবং নিহত ইউনুছ আলীর স্ত্রী সীমা পারভীন। তারা দ্রুত সকল আসামিদের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি, অর্থাৎ ফাঁসি নিশ্চিত করার দাবি জানান। হত্যার পেছনের ঘটনা: রমজান মাসে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে ইউনুছ আলীকে প্রকাশ্যে বাঁশের লাঠির আঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পাঁচজনকে আসামি করে মামলা করা হলে প্রশাসন ইতোমধ্যে নুরুল ইসলাম খোকন মেম্বর, গ্রাম ডাক্তার রুহুল আমিন ও আয়েশা খাতুনকে গ্রেপ্তার করেছে। তবে এখনও পলাতক রয়েছে আদম আলী ও সহিদুন্নেছা। শ্যামনগর থানা পুলিশ আশ্বস্ত করেছে যে, হত্যার ঘটনায় আইনি সহায়তা প্রদান ও সকল আসামিদের দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার অনুভূতি কী?






