শ্যামনগরে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মাঝে চেক বিতরণ

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি : “রূপালী জীবন-নিরাপদ জীবন”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শ্যামনগর শাখার আয়োজনে শ্যামনগর ও কালীগঞ্জ উপজেলার মেয়াদ উত্তীর্ণ গ্রাহকদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সোমবার ৩রা ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শ্যামনগর গোডাউন মোড় কার্যালয় থেকে চেক বিতরণ করা হয়। বিশিষ্ট সমাজসেবক নুর ইসলাম গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করে রূপালী লাইফ ইন্স্যুরেন্স শ্যামনগর শাখার জেনারেল ম্যানেজার জি.এম রুহুল কুদ্দুস। এসময় অন্যান্যদের মধ্যে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ডিজিএম উন্নয়ন গিয়াস উদ্দিন, সোমা মন্ডল, ব্রাঞ্চ ম্যানেজার সোমা পারভিন, শেফালী আক্তার, মোস্তাফিজুর রহমান, শেখ হেলাল উদ্দিন, একাউন্টিং ফয়সাল হোসেন, ফিল্ড অফিসার সাবিনা ইয়াসমিন, সালমা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রুপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বইয়ের মেয়াদ শেষ হওয়ায় শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার মোট ৭৫ জন গ্রাহক এর মাঝে ২৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

ফেব্রুয়ারি 3, 2025 - 20:48
 0  1
শ্যামনগরে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকদের মাঝে চেক বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow