ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, সবাইকে সতর্ক থাকতে হবে” — কয়রায় মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী

কয়রা (খুলনা) প্রতিনিধি: উপকূলীয় অবহেলিত জনপদ কয়রা ও পাইকগাছার মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডিরেক্টর ও বিএনপি নেতা আমিরুল ইসলাম কাগজী। শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় কয়রা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন। সভায় আমিরুল ইসলাম কাগজী বলেন, “কয়রা-পাইকগাছার মানুষ বছরের পর বছর উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে তারা পিছিয়ে রয়েছে। এখন সময় এসেছে তাদের পাশে দাঁড়িয়ে মৌলিক অধিকার নিশ্চিত করার। সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে এ কাজে সহযোগিতা কামনা করি।” বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তারা এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এই ষড়যন্ত্র প্রতিহত করতে সবাইকে সজাগ থাকতে হবে।” সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সিনিয়র সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ শরিফুল আলম, মোস্তফা শফিকুল ইসলাম, মোহাঃ হুমায়ুন কবির, শেখ হারুন অর রশিদ, মোঃ রিয়াছাদ আলী, এস এম এ রউফ, মোঃ তরিকুল ইসলাম, শেখ মনিরুজ্জামান মনু, সাইদুল ইসলাম, সাইফুল ইসলাম প্রমুখ। মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Apr 18, 2025 - 21:01
 0  1
ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়, সবাইকে সতর্ক থাকতে হবে” — কয়রায় মতবিনিময় সভায় আমিরুল ইসলাম কাগজী

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow