সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি প্রতিরোধ অভয়নগরে ইমাম পরিষদের পরামর্শ ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টারঃ যশোরের অভয়নগরে মাদক কারবারি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিসহ যাবতীয় অন্যায় প্রতিরোধ প্রতিকার ও ভীতিমুক্ত ব্যবসাবান্ধব নওয়াপাড়া গড়তে ইমাম পরিষদের করণীয় ‘বিষয়ক পরামর্শ ও মতবিনিময় সভা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার ইমাম পরিষদ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের আয়োজনে নওয়াপাড়া ইনস্টিটিউট অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার মাঝে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন, ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ। অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মুফতি ইসমাইল হুসাইন রহমানী, বাংলাদেশ খেলাফত মজলিস অভয়নগর থানার সাধারণ সম্পাদক মাওলানা যাকারিয়া হুসাইন, ছাত্র নেতা সাজিদুল ইসলাম, উপজেলা ইমাম পরিষদের সহ সভাপতি মাওলানা যায়নুল আবেদীন, হেফাজত নেতা মৌলভী জুলফিকার আলী এরশাদ, কওমি মাদ্রাসা পরিষদের প্রতিনিধি মুফতী দেলাওয়ার হোসাইন, শুভড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম। নওয়াপাড়া পৌর হেফাজতে ইসলামির সভাপতি মুফতি রফিকুল ইসলাম হুসাইনী ও সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হুসাইন রহমানীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন গ্রীন অভয়নগরের সভাপতি অধ্যাপক শওকত হোসেন, ছাত্র নেতা ইমরান মোল্লা, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব নুরুল ইসলাম বাবুল, ছাত্র নেতা রাকিব পাটোয়ারী, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, বাংলাদেশ জামাতে ইসলামী অভয়নগর থানা শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্লা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, সার সমিতির সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম ফারুক, সহকারি অ্যাটর্নি জেনারেল সৈয়দ নূরে আলম সিদ্দিকী সোহাগ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম ও নাসিদ পরিবেশন করেন হাফেজ তৈয়বুর রহমান তামিম। অভয়নগর উপজেলা ও নওয়াপাড়া পৌরসভাকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল রেখে আমরা সবাই মিলে সুন্দও ভাবে গড়ার অঙ্গীকার করে সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

অক্টোবর 22, 2024 - 13:04
 0  5
সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারি প্রতিরোধ অভয়নগরে ইমাম পরিষদের পরামর্শ ও মতবিনিময় সভা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow