সহিংশ আন্দলোন নিয়ে কিছু কথা

সহিংশ আন্দলোন নিয়ে কিছু কথা

আগস্ট 26, 2024 - 16:39
আগস্ট 27, 2024 - 09:42
 0  14
সহিংশ আন্দলোন নিয়ে কিছু কথা

যে সকল প্রতিষ্ঠানের কর্মচারীরা দাবী তুলে আন্দোলনে লিপ্ত হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যে সকল যৌক্তিক দাবী আছে সে সকল দাবী নিয়ে যে অরাজকতা সৃষ্টি করছেন তা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।  আপনাদের দাবী সরকার শুনবেন কিন্তু তার জন্য সময় দিতে হবে।  বিগত ১৬ বছর ধরে আপনারা কোন রকম দাবী জানাতে পারেন নাই।  আজ নতুন একটা সরকার দেশকে নতুন করে ঢেলে সাজাতে চাইছে এই সময় আপনারা সরকার কে আরো ঝামেলায় ফেলবেন না।  আপনাদের দাবী নিয়ে প্রেসক্লাবে সমাবেশ করে সরকারের দৃষ্টি আকর্ষন করুন, সরকারের সংশ্লিষ্ট দপ্তর সময়মত সেগুলো বিবেচনা করবেন। কোন রকম অরাজকতা সৃষ্টি করা থেকে বিরত থাকুন। আমরা একটি সুন্দর দেশ চাই যা এই সরকার  তৈরী করবেন বলে জনগন আশা করে।  আনসার, গ্রামপুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা যে আন্দোলন করছেন তাদের প্রতি অনুরোধ আপনারা দাপ্তরিক ভাবে আপনাদের দাবি তুলে ধরুন।  আপনার দ্প্তরের কর্মকর্তারা সেগুলো নিয়ে সংশ্লিষ্ট উপদেষ্ঠার সাথে আলাপ করবেন।  দেশ আজ বিগত সরকারের করা দেনার দায়ে ডুবে আছে এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে বন্যা এখন আপনারা দেশকে আরো ডুবানোর ব্যবস্থা করতে উঠে পড়ে লেগেছেন।  দয়াকরে এমনটা করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ।  আল্লাহ্ -র রহমতে আমাদের দেশ খুব ভালভাবেই ঘুরে দারাবে।  আমরা জনগন যদি সহযোগীতা না করি দেশ আগাবে না বরং আরো পেছনে যাবে।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow