সাতক্ষীরায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার হুমকি ও নির্যাতনের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

আবু জাফর, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার তালায় আওয়ামী সন্ত্রাসী হায়দার আলী কর্তৃক মৎস্য ব্যবসায়ী তৈয়েবুর রহমানকে হত্যার হুমকি, মারপিট এবং চাঁদাবাজির অভিযোগ এনে প্রতিকার দাবি করেছেন ভুক্তভোগী। শুক্রবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন খুলনার পাইকগাছা উপজেলার বাড়ুলি গ্রামের আমির আলী গাজীর ছেলে তৈয়েবুর রহমান। লিখিত বক্তব্যে তিনি জানান, তালার খেশরা মৌজার “টুটার ঘের” নামক স্থানে স্থানীয় মালিকদের কাছ থেকে হারি নেওয়া ৭ বিঘা জমিতে তিনি দীর্ঘদিন ধরে মৎস্য হ্যাচারি পরিচালনা করে আসছেন। পূর্বে সেখানে ঘের পরিচালনা করতেন হায়দার আলী, যিনি জমির মালিকদের আস্থা হারিয়ে জমি হারান। এরপর থেকেই তিনি তৈয়েবুর রহমানের প্রতি ক্ষুব্ধ হয়ে একের পর এক হামলা, মিথ্যা মামলা, চাঁদাবাজি এবং হত্যার হুমকি দিয়ে আসছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২১ সালের ২২ ডিসেম্বর থেকে শুরু করে ২০২৫ সালের ১৬ মার্চ পর্যন্ত একাধিকবার চাঁদা দাবি, রাতের অন্ধকারে হামলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে মারধর, ব্রুড মাছ, রেনু, অক্সিজেন মেশিন ও সোলার ব্যাটারিসহ বিভিন্ন সম্পদ লুটপাট করা হয়েছে। সর্বশেষ ৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে হত্যাচেষ্টার অভিযোগ করেন তিনি। স্থানীয়দের উপস্থিতিতে প্রাণে রক্ষা পান বলে উল্লেখ করেন ভুক্তভোগী। তিনি আরও জানান, বর্তমানে ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংসের পথে। নিরুপায় হয়ে তিনি তালা থানায় সাধারণ ডায়েরি (নং-১২৪৪) করেছেন। তিনি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাবাহিনী ও পুলিশ প্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করে নিরাপত্তা এবং ব্যবসার শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Apr 18, 2025 - 21:55
 0  9
সাতক্ষীরায় মৎস্য ব্যবসায়ীকে হত্যার হুমকি ও নির্যাতনের অভিযোগ: প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow