সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী নিয়ে শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী নিয়ে শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত  মোঃ আবু সাইদ শওকত আলী, ঝিনাইদহ ।।। সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় কৃষক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।  জেলা কৃষক কল্যান সমিতির নেতৃন্দের উদ্যোগে শৈলকুপা উপজেলা শাখা এ কৃষক সমাবেশের আয়োজন করে। বৃহস্পতিবার দুপুরে শৈলকুপা চৌরাস্তার মোড়ে অবস্থিত কুটুমবাড়ি রেষ্টুরেন্টের ছাদ প্রাঙ্গনে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সিনিয়র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মোঃ কেরামত আলীর সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা কৃষক কল্যান সমিতির সভাপতি কামরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুসা।  বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক কল্যান সমিতির সিনিয়র সহ-সভাপতি আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আহসানুল ইসলাম ডন, কোষাধ্যক্ষ খন্দকার মিজানুর রহমান। বক্তারা বলেন, সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী আদায়ের লক্ষ্যে তৃনমূল পর্যায়ের প্রান্তিক কৃষকদের সচেতন করতে আজকের এই কৃষক সমাবেশের আয়োজন।  কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, শৈলকুপার কাঁচেরকোল ইউনিয়নের রহমত এলাহী মিঠু, হাকিমপুর ইউনিয়নের সেলিস হোসেন, মনোহরপুর ইউনিয়নের খুশি খাতুন, মির্জাপুর ইউনিয়নের ইউনুসসহ অন্যান্যরা।  কৃষকরা তাদের বক্তব্যে বলেন, সিন্ডিকেট করে কৃত্তিম  সার সংকটের কারনে কৃষক এবং কৃষি খাতে ধ্বংস নামতে পারে। ন্যায্যমূল্যে কৃষকরা যেন সময়মত সার পায় এবং সার ক্রয়ের মেমো দিতে হবে। ১ মন হিসেবে ৪০ কেজির বেশি ওজন নেওয়া বন্ধ করতে হবে। উৎপাদিত ফসলের মূল্য নির্ধারিত থাকতে হবে। ভর্তুকি বাড়িয়ে ডিজেলের দাম কমাতে হবে। সমস্ত কৃষি পণ্যের উৎপাদন খরচ কমা হবে। বাজারে খাজনার পরিমান কমাতে হবে। ঝাড়ুদাদের টাকা বাজার কর্তৃপক্ষকে বহন করতে হবে। এছাড়াও ফসল বীমার ব্যবস্থা করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মোহাম্মদ তুহিন মিঞা। আলোচনা সভা শেষে শৈলকুপা উপজেলা শাখার কমিটি গঠন করা হয়।

জানুয়ারি 9, 2025 - 19:46
 0  1
সার সিন্ডিকেট বন্ধসহ ১২ দফা দাবী নিয়ে শৈলকুপায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow