স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন

রাজারহাট (কুড়িগ্রম) প্রতিনিধি কুড়িগ্রামের রাজারহাটে বাবার নামে চুরির ‘মিথ্যা অপবাদের’ প্রতিবাদ করায় নবম শ্রেণির এক শিক্ষার্থীকে ৬ ঘণ্টা গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিকেল ৩টার দিকে গিয়ে কিশোরীকে উদ্ধার করে পুলিশ। রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে এ ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক খন্দকার আরিফ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রাখতে দেখেছি। তার উপস্থিতিতে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িতদের নামও জানিয়েছে ভুক্তভোগী কিশোরী। স্থানীয়া জানান, ভুক্তভোগী ওই কিশোরীর ছোটবোন আশামনি (৯) বেশ কিছুদিন ধরে হৃদরোগে ভুগছিল। তার দাদি নাতনির চিকিৎসার খরচের জন্য ওই কিশোরীর বাবাকে একটি গরু দেন। পরে ওই কিশোরীর দুঃসম্পর্কের দাদা আব্দুল কাদের (সাবেক ইউপি সদস্য) ওই কিশোরীর বাবার বিরুদ্ধে গরু চুরির অভিযোগ আনেন এবং চৌকিদার পাঠিয়ে হুমকি দেন। বাবাকে দেওয়া অপবাদের প্রতিবাদ করলে আব্দুল কাদেরের উঠানেই নবম শ্রেণির ওই কিশোরীকে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়। ভুক্তভোগী কিশোরী জানায়, অপবাদের প্রতিবাদ করতে এবং দাদির সঙ্গে দেখা করতে এলে আব্দুল কাদের কয়েকজনের সহায়তায় সকাল ৯টার দিকে তাকে বেঁধে রাখে। গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করার চেষ্টা করে এবং মারধর করে হাঁটুতে, গলায় এবং পিঠে জখম করে। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। রাজারহাট থানার ওসি তছলিম উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিষয়টি নিয়ে কাজ করছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেব্রুয়ারি 19, 2025 - 08:28
 0  14
স্কুলছাত্রীকে ৬ ঘণ্টা গাছে বেঁধে নির্যাতন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow