অপরাজিত চ্যাম্পিয়ন -বিএসপিএ

রিপোর্টার্স এগেইনস্ট করাপশন আয়োজিত স্পোর্টস ফ্যাস্টিভালের ফুটবল প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যসোসিয়েশন (বিএসপিএ)। শিরোপা নির্ধারণী ম্যাচে দলটি ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরামকে ৪-০ গোলে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল। পল্টন ময়দানে অনুষ্ঠিত ম্যাচে বিএসপিএ’র সাদমান সাকিব জোড়া গোল করেছেন। একটি করে গোল করেছেন রাশেদুল ইসলাম এবং গোলাম মোস্তফা। ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জোড়া গোল করা সাদমান সাকিব। সেমিফাইনালে টাইব্রেকারে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনকে পরাজিত করে বিএসপিএ। ম্যাচের নির্ধারিত সময় গোলশূন্যে শেষ হয়। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনালে উঠে আসে বিএসপিএ। গোলরক্ষক রানা শেখ স্পট-কিক ঠেকিয়ে ম্যাচ সেরা হয়েছেন। সাদমানের হ্যাটট্রিকে প্রথম পর্বের ম্যাচে ৬-০ গোলে জিতেছে বিএসপিএ। মান্না চৌধুরীর জোড়া গোলে কোয়ার্টারফাইনালে দলটি ৩-০ গোলে জিতেছে।

নভেম্বর 11, 2024 - 19:14
 0  4
অপরাজিত চ্যাম্পিয়ন -বিএসপিএ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow