১১ দিনেই কোটি টাকার অর্থ পুরস্কার পেল নারী ফুটবলাররা

বাংলাদেশের সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবল দলের সদস‌্যদের অসাধারণ সাফল্যে প্রতিশ্রুত এক কোটি টাকা অর্থ পুরস্কার হস্তান্তর করা হ‌য়ে‌ছে। সাফ নারী ফুটব‌লের শি‌রোপা অক্ষুন্ন রাখায় তাৎক্ষ‌নিকভা‌বে জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের (এনএস‌সি) পক্ষ থে‌কে এই পুরস্কারের ঘোষনা দি‌য়ে‌ছি‌লেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এনএস‌সির পক্ষ থে‌কে সাফ চ‌্যা‌ম্পিয়ন নারী দ‌লের ৩২ সদ‌স্যের মা‌ঝে সমান ৩ লক্ষ ১২ হাজার ৫০০ শত ট্কার চেক এরই ম‌ধ্যে সংশ্লিষ্ঠ‌দের বিতর‌নের জন‌্য বাফু‌ফে পৌঁ‌ছে দেওয়া হ‌য়ে‌ছে। এর আগে, কাঠমান্ডু থেকে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ঢাকায় ফিরলে বাফুফে ভবনে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেসময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের ডামি চেক তুলে দেন।উল্লেখ্য, বুধবার (৩০ অক্টোবর) নেপালের দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্বাগতিক দল নেপালকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ।বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলারকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা। অন্যদিকে, সাফজয়ী দলকে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সভাপতি ফারুক আহমেদ অভিনন্দন জানিয়ে এই পুরস্কার ঘোষণা করেন, যা টানা দ্বিতীয় সাফ শিরোপার স্বীকৃতিস্বরূপ দলটিকে দেওয়া হবে। এছাড়াও বাফুফে থেকেও তাদের দেড় কোটি টাকার পুরষ্কার ঘোষণা হয়েছে। দেশের নারী ফুটবলে সাফ চ্যাম্পিয়ন দলের এই কৃতিত্ব নারী খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা ও সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিচ্ছে। ক্রীড়া মহলে এই অর্থ পুরস্কারকে নারী ফুটবলের জন্য এক বিশাল অর্জন হিসেবে ধরা হচ্ছে। এটি ভবিষ্যতে আরও বেশি নারীকে ফুটবলে আকৃষ্ট করবে এবং দেশে নারীদের খেলাধুলায় আগ্রহ ও সমর্থন বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই সম্মাননা শুধু দলীয় সাফল্যের স্বীকৃতি নয়, বরং দেশের নারীদের জন্য এক গৌরবের প্রতীকও।

নভেম্বর 11, 2024 - 19:18
 0  3
১১ দিনেই কোটি টাকার অর্থ পুরস্কার পেল নারী ফুটবলাররা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow