অভয়নগরে বন্যার্তদের সাহায্যার্থে ' বন্ধন ' চারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

গাজী আবুল হোসেন ' মানুষ মানুষের জন্য' এই স্লোগানকে সামনে রেখে মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের ২০০৪ সালের এসএসসি ব্যাচের বন্ধন চ্যারিটি ফান্ডের সৌজন্যে গতকাল ০১ সেপ্টেম্বর রবিবার বিকালে অভয়নগর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার কে এম আবু নওশাদের কাছে ত্রাণ সামগ্রী তুলে দেন বন্ধন চ্যারিটি ফান্ডের চিফ অ্যাডভাইজার মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজের শিক্ষক গাজী আবুল হোসেন | ত্রাণ সামগ্রির মধ্যে ছিল ২০০ কেজি চাউল, ৫০ কেজি ডাউল, ২৫ কেজি চিনি, ২৫ কেজি লবণ , ৩৬ লিটার সয়াবিন তেল, পাঁচ বক্স ওর সেলাইন ও ২৫ কেজি চিড়া | ২০০৪ ব্যাচের ছাত্র সিংগাপুর প্রবাসী ওমর ফারুক মূল দায়িত্ব পালন করেন | টিম অভয়নগরে ত্রাণ সামগ্রী গ্রহণ কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাসার , উপজেলা পি আই ও মুশফিকুর রহিম ,সাংবাদিক জাকির হোসেন হৃদয়, নওয়াপাড়া মডেল কলেজ এবং পায়রাহাট ইউনাইটেড কলেজের স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা ,ক্যাডেট রাকিব হাসান, যশোর ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী বিএনসিসি ক্যাডেট আবিদ হাসান , ওসমান আলী প্রমূখ | ২০২০ সালে প্রতিষ্ঠিত বন্ধন চ্যারিটি ফান্ড দরিদ্র অসহায় এতিম এবং আপৎকালীন সময় বিভিন্ন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে থাকে |

Sep 1, 2024 - 19:51
Sep 1, 2024 - 20:01
 0  3
অভয়নগরে বন্যার্তদের সাহায্যার্থে ' বন্ধন ' চারিটি ফান্ডের ত্রাণ সামগ্রী বিতরণ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow