অভয়নগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

অভয়নগর (যশোর) প্রতিনিধি “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যে যশোরের অভয়নগরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ উবায়দুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) শুভ্র প্রকাশ দাশ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা আহসান কবির, নওয়াপাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি খায়রুল বাসার, নওয়াপাড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, নির্বাহী সদস্য সেলিম হোসেন, সদস্য গাজী আবুল হোসেন, রাজয় রাব্বি, তাওহীদ হাসান উসামা, সমবায়ী তৈয়ব গাজী, সমরেন্দ্র নারায়নসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

নভেম্বর 2, 2024 - 17:52
 0  11
অভয়নগরে জাতীয় সমবায় দিবস উদযাপন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow