অভয়নগরে ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবৈধ নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আমিনুর রহমান, অভয়নগর ( যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবৈধ নিয়োগের বিরুদ্ধে সচেতন এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ শে আগষ্ট শনিবার বিকাল ৪ টায় বাবু রামপদ দাসের সভাপতিত্বে এবং দিদার আহমেদের সঞ্চালনায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিগত ২০২৩/২৪ সালে ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ৩ জন ৪র্থ শ্রণির কর্মচারী অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে।এমনকি তৎকালীন সভাপতির ছেলেকেও নিয়োগ দেয়া হয়েছে।নিয়োগের সম্পুর্ন টাকা সাবেক সভাপতি ও দোসররা আত্মসাৎ করেছে।আমরা এনিয়োগ মানিনা।এদের নিয়োগ বাতিল করে পুনরায় গ্রামের যোগ্য প্রার্থীদের নিয়োগ দিতে এলাকার সচেতন মহল দাবী করেন।প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকরাম বিশ্বাস,মাস্টার আবুল কালাম আজাদ, বিএনপি নেতা হাবি বুর রহমান, অবসরপ্রাপ্তসেনা কর্মকর্তা কামরুজ্জামান,ভাটপাড়া বাজার কমিটির সভাপতি সাইদুল ইসলাম,ইউপি সদস্য রাজু সরদার,রাতুল ইসলাম, অভয়নগর থানা যুবদলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম জনি,তাজমুল হোসেন প্রমুখ। এলাকাবাসী আগামী দিনে গ্রামের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারবদ্ধ হয়।

আগস্ট 31, 2024 - 19:43
 0  8
অভয়নগরে ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অবৈধ নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow