আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড

নারী বিশ্বকাপে শনিবার আবারও নামছে বাংলাদেশ। এবার প্রতিপক্ষ ইংল্যান্ড। যাদেরকে কোনো ফরম্যাটে কখনই হারাতে পারেনি টিম টাইগ্রেস। শক্তিমত্তায় যোজন যোজন পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসে বলিয়ান নিগার সুলতানার দল। শারজায় রাত আটটায় শুরু হবে ম্যাচটি। উড়ন্ত বাংলাদেশ-দুরন্ত ইংল্যান্ড, কাগজে কলমে অসম হলেও লড়াইটা ২২ গজ আর মঞ্চটা বিশ্বকাপ বলেই বাড়তি উন্মাদনা। ঘরের মাঠের বিশ্বকাপ অন্যের মাঠে খেললেও শুরুটা দারুণ করেছে নিগার সুলতানার দল। স্কটল্যান্ডকে হারিয়ে দশ বছর আর ১৬ ম্যাচ পর টি টোয়েন্টি আসরে পেয়েছে জয়ের দেখা। যদিও পুরনো ব্যাধি ব্যাটিং বিপর্যয় রয়েই গেছে। প্রতিপক্ষ ইংলিশরা বলে দুশ্চিন্তা আরও বেশি। কিন্তু মরুর স্লো আর স্পিন উইকেট আশা দেখাচ্ছে বাংলাদেশকে। বাংলাদেশ পেসার জাহানারা আলম বলেন, সবাই ভাবছে ইংল্যান্ড বিশেষ কিছু করবে। কিন্তু বিষয়টা হচ্ছে, নির্দিষ্ট একটা দিন আপনারও দিন। আপনি যদি সে ম্যাচে ভালো করতে পারেন তাহলে কেউ জানে না কী ধরনের ফলাফল হতে পারে। আমাদের শুরুটা ভালো হয়েছে এবং আমরা ইংল্যান্ডের বিপক্ষে ভালো করতে প্রত্যয়ী। এবারের বিশ্বকাপে আমাদের দ্বিতীয় জয়ের জন্য মুখিয়ে আছি।

অক্টোবর 5, 2024 - 11:15
 0  3
আজ মাঠে নামছে বাংলাদেশ, প্রতিপক্ষ ইংল্যান্ড

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow