ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান

গতকাল ইসরায়েলে ১৮০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এরপর-ই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ‘ইরান আজ রাতে একটি বড় ভুল করেছে এবং এর চরম মাশুল দিতে হবে। ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ়সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। তবে, তারা (ইরান) বুঝতে পারবে।’ ইসরায়েলি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যর জবাবে ইসরায়েলের বিরুদ্ধে এমনি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি। বুধবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে আল আরবিয়া এই তথ্য জানায়। মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি’র বরাত দিয়ে আল আরবিয়া জানায়, ইসরায়েল যদি তেহরানের বিরুদ্ধে কোনও প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। তিনি আরও বলেন, ‘যদি ইসরায়েল, ইয়ামেন-লেবানন-গাজা’য় তাদের আক্রমণ ও অপরাধ অব্যাহত রাখে, তাহলে মঙ্গলবার রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং আমরা তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তুতে পরিণত করবো।’

অক্টোবর 2, 2024 - 13:14
 0  3
ইসরায়েলের সমস্ত অবকাঠামোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow