এবার ইসরায়েলে রকেট বৃষ্টি হিজবুল্লাহর

উত্তর ইসরায়েলে মাত্র এক ঘণ্টায় ১০০ রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠি হিজবুল্লাহ। লেবানন থেকে এ রকেটগুলো ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। গতকাল শুক্রবার হিজবুল্লাহর তরফ থেকেও এ হামলার দায় স্বীকার করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, শুক্রবার সকালে উত্তরাঞ্চলীয় বেশ কিছু শহরকে লক্ষ করে ছোড়া হয় এসব রকেট। তাদের দাবি, এদের কিছু রকেট ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে বেশ কিছু রকেট আঘাত হেনেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা সে সম্পর্কে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ইহুদিদের বিশেষ দিন ‘ইয়োম কিপ্পু’ পালনকে সামনে রেখেই এই হামলা চালিয়েছে হিজবুল্লাহ। গেল মাসের ২৩ তারিখ থেকে লেবাননে ব্যাপক হামলা শুরু করেছে ইহুদিবাদী এই দেশ। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে কমপক্ষে ১৩৫১ জন নাগরিক। এছাড়া আহত হয়েছে প্রায় ৩৮০০ মানুষ।

অক্টোবর 12, 2024 - 10:20
 0  4
এবার ইসরায়েলে রকেট বৃষ্টি হিজবুল্লাহর

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow