কক্সবাজারে নদীতে ডুবে এক পরিবারের ২ শিশুর মৃত্যু।

,চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি—কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীর পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে চকরিয়ার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ড দক্ষিণ কাকারা এলাকায় এ ঘটনাটি ঘটে।    নিহত দুই শিশু হল ওই এলাকার মোহাম্মদ রাশেদ এর ছেলে মোঃ মাসুদ (৫) ও তার ভগ্নিপতি মোঃ সাবের হোছনের মেয়ে তাবাচ্ছুম (৪)। স্থানীয় বাসিন্দা ও ৯নং ওয়ার্ডের এমইউপি সদস্য আবু নঈম রমি জানান, বুধবার দুপুরে তারা দুইজন নদীর বালুর চরে খেলতে গিয়ে পূর্বে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বড় আকারের গর্ত হওয়ায় খেলার একপর্যায়ে পানিতে নামলে শিশু দু'জনই গর্তে পড়ে আকস্মিক মৃত্যু হয়। বিগত এক বছর আগেও একইভাবে পু্র্ব কাকারা মোঃ রফিকের ছেলেরও মৃত্যু হয়।

Apr 9, 2025 - 21:59
 0  16
কক্সবাজারে নদীতে ডুবে এক পরিবারের ২ শিশুর মৃত্যু।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow