কুয়াশা,শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে

মোঃ ইকরামুল হক রাজিব স্টাফ রিপোর্টার রামপাল বাগেরহাট ভোর হতেই কুয়াশার দেখা, সকালের রোদে মিষ্টি ভাব, বার্তা দিয়ে যায়, প্রকৃতিতে শীত এলো বলে। শরৎ শেষে হেমন্ত নামছে। এরপরেই শীতকাল। কিন্তু গ্রাম বাংলার প্রকৃতি এখন থেকেই জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।দক্ষিণঅঞ্চলের জেলা গুলোতে এরইমধ্যে দেখা মিলছে ভোরের শিশির আর কুয়াশার। তবে গ্রামাঞ্চলেও দিনভর আবহাওয়া অনেকটা গরমই থাকছে। দিনশেষে গভীর রাত থেকে শুরু হচ্ছে হালকা হিমেল হাওয়া, সঙ্গে নামছে হালকা কুয়াশা।শিশির ভেজা সবুজ ঘাসের ওপর ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙয়ের ঝিলিক দেখা গেছে। দূর থেকে দেখলে মনে হয় ঘাসের মাথায় যেন মুক্তোর মতো শিশির কণা জমে আছে। দক্ষিণাঞ্চলের জনপদের বাগেরহাট জেলার রামপালে সকালের ঘন কুয়াশা জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। মধ্যরাত থেকেই কুয়াশা ঝরছে। উপজেলায় দিনে গরম থাকলেও রাতে ও সকালে হালকা শীত অনুভব হচ্ছে। রামপাল উপজেলা এলাকার সেখ মোঃ হেমায়েত হোসেন বলেন, হঠাৎ করেই আজ সকালে কুয়াশায় চারপাশ ঢাকা পড়ে গেছে। নামাজ শেষে হাঁটতে বের হই। প্রকৃতিতে নতুন কুয়াশা দেখে ভালোই লেগেছে। এই কুয়াশায় জানান দিচ্ছে শীত দরজায় কড়া নাড়ছে। বাগেরহাটের রামপাল উপজেলার বিভিন্ন পাইকারি সবজি বাজারের ব্যবসায়ীরা বলেন, কুয়াশা বেশি হলেও খুব বেশি শীত পড়েনি। তবে অর্ধেক রাত পর্যন্ত ঘরে ফ্যান চালাতে হয়েছে। আর বেলা ১০ টার পর থেকে গরম প্রচুর লাগছে।

অক্টোবর 15, 2024 - 21:13
 0  6
কুয়াশা,শিশির ভেজা সকাল যেন শীতের আগমনী বার্তা দিচ্ছে

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow