কোঠা আন্দলনে চোঁখে গুলি লেগে আহত বগুড়ার, আসিফ মনির।

কোঠা আন্দলনে চোঁখে গুলি লেগে আহত বগুড়ার, আসিফ মনির।

Sep 1, 2024 - 09:55
Sep 1, 2024 - 10:23
 0  12
কোঠা আন্দলনে চোঁখে গুলি লেগে আহত বগুড়ার, আসিফ মনির।
কোঠা আন্দলনে চোঁখে গুলি লেগে আহত বগুড়ার, আসিফ মনির।
কোঠা আন্দলনে চোঁখে গুলি লেগে আহত বগুড়ার, আসিফ মনির।

কোটা  আন্দলনে ৪র্থ আগষ্ট বগুড়ায় আণ্দলনরত অবস্থায় পুলিশের ছোড়া গুলিতে আহত হয় আসিফ মনির (২৬), সে বগুড়া আজিজুল হক সরকারী কলেজের মাষ্টার্স শেষ বর্ষের ছাত্র।   বগুড়া শহীদ জিয়া মেডিকেলে  প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।  ঢাকায় ধানমন্ডির বাংলাদেশ আই হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে  চক্ষু স্পেশালিষ্ট ডাক্তার দেখার পর তার চোখে একাধিক অপারেশন প্রয়োজন  বলে জানান।  এবং ১ম অপারেশনেই  খরচ হবে এক লক্ষ পচিশ হাজার টাকা,  বা তার কম বা বেশী হতে পারে।  এমন অবস্থায় তার একমাত্র অভিবাবক 'মা' খুবই চিন্তায় পড়ে যান যে, কি করে ছেলের চিকিৎসা করাবেন এই ভেবে। এমন সময় তিনি সোশাল মিডিয়ায় একটি পোষ্ট করেন যে, কেউ যদি চিকিৎসার ব্যাপারে একটু হেল্প করতে পারেন কিনা?  সোশাল মিডিয়ায় পোষ্ট দেখে কেউ কেউ এগিয়ে এলেও তেমন কোন উপকার হয়নাই। এরপর তিনি ছেলেকে নিয়ে বাংলাদেশ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এ ভর্তি করান।  সেখানে তার চোঁখে ২য় অপারেশন হয় এবং বুলেট বের করেন। তার চোঁখের লেন্স ক্ষতিগ্রস্থ হয় এবং তা ফেলে দেয়া হয়। ক্ষতিগ্রস্থ চোখে সে একটু একটু ঝাপসা দেখতে পায়।  তার চোখের আরো উন্নত চিকিৎসা প্রয়োজন।  নাহলে আমাদের এই ২০২৪ সালে মুক্তিযোদ্ধা তার চোঁখটি চিরতরে হারিয়ে ফেলবেন বলে আমরা খুবই শঙ্কিত । এই সময় সরকারী সাহায্য সহযোগীতা খুবই প্রয়োজন।  মাননীয় উপদেষ্টাগণ হাসপাতাল ভিজিট করে তার হাসপাতাল খরচ ফ্রি করে দিয়েছেন।  আমরা আশা করছি যে, এই মুক্তিযোদ্ধা সহ সকল আহত/নিহত যোদ্ধাদের প্রয়োজনীয় সকল চিকিৎসা সহ তাদের জীবনের নিরাপত্তা তথা চাকুরীর ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি।........এফ এস 

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow