যশোরে যোগদান করেছেন -নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ

যশোরের নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ যোগদান করেছেন। শনিবার (৩১ আগস্ট) দুপুরে তিনি যোগদান করেন। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। শেষে নবাগত পুলিশ সুপার কনফারেন্স রুমে জেলা পুলিশের কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় মিলিত হন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভার পর এসপি পুলিশ লাইন্স পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ সাতক্ষীরা জেলার বাসিন্দা। এর আগের পুলিশ সুপার মাসুদ আলমকে সিলেট পুলিশ রেঞ্জের ডিআইজি কার্যালয় সংযুক্ত করা হয়েছে। তিনি গত তিনমাস মাস আগে মাদারীপুর জেলা থেকে যশোরের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

আগস্ট 31, 2024 - 21:27
 0  8
যশোরে যোগদান করেছেন -নবাগত পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow