কয়রায় যৌথ অভিযানে ৬২ কেজি হরিণের মাংস জব্দ, পালিয়ে গেল শিকারীরা
কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ কোবাদক ফরেষ্ট ষ্টেশনের বন রক্ষিরা ও কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ৬২ কেজি হরিণের মাংস জব্দ করেছে। এ সময় ১ টি নৌকা সহ হরিণ ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জানা গেছে শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে সুন্দরবন পশ্চিম বন বিভাগের অধিন্যস্ত কোবাদক ফরেস্ট ষ্টেশন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন নেতৃত্বে অভিযান চালিয়ে ঘড়িলাল বাজার সংলগ্ন কপোতাক্ষ নদী হতে এই হরিণের মাংস জব্দ করা হয় । তবে অভিযানের খবর জানতে পেরে হরিণ শিকারীরা সুন্দরবনের গহীনে পালিয়ে যেতে সক্ষম হয়। কোবাদক ফরেষ্ট ষ্টেশনের (ভারপ্রাপ্ত) মোঃ আনোয়ার হেসেন যানান, নিয়মিত টহল কালে দূর থেকে ১টি ডিঙ্গি নৌকা দেখতে পাই। এসময় তাদের ধাওয়া করে কাছে পৌছাতেই নৌকা ফেলে লাফ দিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যেতে সক্ষম হয়।এ সময় নৌকা তল্লাসি করে হরিণের মাংস ও হরিণ ধরার সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশ মোতাবেক আদালত চত্বরে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে। তবে এর সাথে জড়িত ব্যক্তিদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে

আপনার অনুভূতি কী?






