রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রাতভর র‍্যাবের তল্লাশি

মিলি রহমান ঢাকা।। চুরি, ছিনতাই ও ডাকাতি ঠেকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে গুলশান, মহাখালী, মানিকমিয়া এভিনিউ, মতিঝিল ও যাত্রাবাড়িসহ বিভিন্ন স্থানে এই তল্লাশি কার্যক্রম চলে।এ সময় চেকপোস্টগুলোতে প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি ও মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই ও তল্লাশি চালানো হয়। পাশাপাশি সড়কে চলাচল করা ব্যক্তিদের গন্তব্যস্থল ও বের হওয়ার কারণ জানতে চাওয়া হয়। এদিকে শনিবার মধ্যরাতে র‍্যাবের তল্লাশি কার্যক্রম পরিদর্শন করেন বাহিনীটির মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান। এ সময় তিনি দায়িত্বরত কর্মকর্তাদের বিভিন্ন দিক-নির্দেশনা দেন। র‍্যাবের ডিজি এ কে এম শহিদুর রহমান বলেন, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি রোধে গ্রেফতার অভিযান জোরদার করা হয়েছে। অপরাধ দমনে নগরীসহ দেশজুড়ে টহল ও চেকপোস্টের সংখ্যাও বাড়ানো হয়েছে। এ সময় জনগণকে যেকোন অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে র‍্যাবকে জানানোর অনুরোধও করেন তিনি।তিনি আরও বলেন, যতোদিন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে না আসবে, ততোদিন এই কার্যক্রম চলবে। এ সময় জনগণকে আইন নিজের হাতে তুলে না নেয়ারও আহ্বান জানান তিনি

ফেব্রুয়ারি 23, 2025 - 10:20
 0  2
রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে রাতভর র‍্যাবের তল্লাশি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow