খুলনায় সুন্দরবন দিবস পালিত

মোঃ ইসমাইল হোসেন।। ‘বিশ্ব ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন’ স্লোগানে খুলনায় পালিত হলো সুন্দরবন দিবস। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে সুন্দরবন একাডেমির ব্যবস্থাপনায় দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক অধ্যাপক আনোয়ারুল কাদির। সভায় বক্তারা বলেন, বর্তমানে সুন্দরবন বহুমুখী চ্যালেঞ্জের সম্মুখীন। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মিঠাপানির প্রবাহ হ্রাস, অপরিকল্পিত উন্নয়ন, শিল্প ও কৃষিজ বর্জ্য নিষ্কাশন, বর্জ্য, সমুদ্র বন্দরের তেল নিঃসরণ এবং সর্বোপরি প্লাস্টিক, পলিথিন, রাসায়নিক দূষণসহ শব্দ ও আলো দূষণ সুন্দরবনের জীববৈচিত্র্যকে মারাত্মকভাবে ক্ষতি করছে। সুন্দরবনকে এই বিপন্ন অবস্থা থেকে রক্ষা করতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের সুন্দরবন দিবস। পলিথিন এবং প্লাস্টিক দূষণ হতে সুন্দরবনের জলজসম্পদ বিশেষ করে জীব, প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্যকে সুরক্ষায় ব্যাপক জনসচেতনতা সৃষ্টিসহ সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এবারের সুন্দরবন দিবসে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। সুন্দরবন দিবস উপলক্ষে এবার ‘ক্যামেরার ফ্ল্যাশে সুন্দরবন সুরক্ষার বার্তা’ শীর্ষক এক আলোকচিত্র প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।  এছাড়াও সুন্দরবন সন্নিহিত ৫টি জেলার ১৭টি উপজেলা যেগুলি সুন্দরবনের ইমপ্যাক্ট জোন হিসেবে পরিচিত সেখানে নানাবিধ সচেতনতামুলক কর্মসূচি পালন করা হবে

ফেব্রুয়ারি 14, 2025 - 17:43
 0  3
খুলনায় সুন্দরবন দিবস পালিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow