গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?

ইসরায়েলে এখনই নির্বাচন দিলে গদি হারাবেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাম্প্রতিক এক জরিপে এমন তথ্য উঠে এসেছে। গেল সপ্তাহেও ন্যাশনাল ইউনিটি পার্টির চেয়ে বেশি জনপ্রিয়তা ছিল নেতানিয়াহুর লিকুদ পার্টি। তবে নতুন জরিপ বলছে, আজই নির্বাচন অনুষ্ঠিত হলে প্রধামন্ত্রিত্ব হারাবেন নেতানিয়াহু। বর্তমানে ৩৯ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আর বেনি গান্টজের প্রতি সমর্থন রয়েছে ৪০ শতাংশ ইসরায়েলির।নির্বাচনে গান্টজের ন্যাশনাল ইউনিটি পার্টি ও নেতানিয়াহুর লিকুদ পার্টি ২১টি করে আসন পাবে। গেল সপ্তাহে জরিপের ফল অনুযায়ী, তখন নির্বাচন হলে লিকুদ পার্টি ২২টি আসন পেত। কিন্তু এক সপ্তাহের ব্যবধানে দুই দলের অবস্থান এখন সমান সমান। আর জোটবদ্ধভাবে নেতানিয়াহুর পার্টি পাবে ৫১টি ও বিরোধীরা পাবে ৫৯টি আসন। আরব আইনপ্রণেতারা ১০ আসনে জিতবেন। ইসরায়েলের পার্লামেন্ট নেসেট ১২০ আসনবিশিষ্ট। সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন।

Sep 1, 2024 - 19:35
 0  1
গদি হারাবেন নেতানিয়াহু, কে হবেন প্রধানমন্ত্রী?

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow