গল টেস্ট: তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা

গল টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষ তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২৩৭ রান। হাতে ৬ উইকেট নিয়ে ২০২ রানে এগিয়ে স্বাগতিকরা। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংস শেষ করে ৩৪০ রানে। দ্বিতীয় দিনে ৬ উইকেট হারিয়ে তারা ৮৫ রান যোগ করতে সক্ষম হয় স্কোরবোর্ডে। ব্যক্তিগত ২৫ রানে ধনাঞ্জয়া ডি সিলভার শিকার হন ব্লান্ডেল। মিচেল হন রান আউট। এর আগে ৮৬ বলে ৭টি চার ও ১ ছক্কায় করেন ৫৭ রান। বাকি সময়ে সঙ্গী পাননি গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৫টি ছক্কা ও ২ চারে ৪৯ রানে অপরাজিত থেকে যান তিনি। লঙ্কানদের পক্ষে ৪টি উইকেটতুলে নেন প্রবথ।এছাড়া ৩টি উইকেট পান রামেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারেই পাথুম নিশাঙ্কাকে হারায় লঙ্কানরা। এরপর ১৪৭ রানের জুটি গড়েন করুনারত্নে ও চান্দিমাল। ১২৭ বলে ৬ চারে ৮৩ রান করা করুনারত্নকে বোল্ড করে জুটি ভাঙেন স্পিনার আজাজ প্যাটেল। পরের ওভারে চান্দিমালকে ফেরান উইলিয়াম ও’রুক। কামিন্দু মেন্ডিসকেও বেশিক্ষণ টিকতে দেননি এই পেসার। অবিচ্ছন্ন ৫৯ রানের জুটিতে দিনের বাকি সময় কাটিয়ে দেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনাঞ্জয়া। দুজনেই ৩৪ রানে আছেন অপরাজিত। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া ও’রুক এখন পর্যন্ত ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। লঙ্কানদের বিপক্ষে অপর উইকেটটি তুলে নিয়েছেন প্যাটেল।

Sep 20, 2024 - 23:40
 0  3
গল টেস্ট: তৃতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে শ্রীলঙ্কা

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow