জেলা প্রশাসনের শোভাযাত্রায় মামলার আসামি!
কুষ্টিয়া প্রতিনিধি:—কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আনন্দ শোভাযাত্রায় দেখা গেছে এক চাঞ্চল্যকর উপস্থিতি। ছাত্র-জনতার কোটাবিরোধী আন্দোলনে করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি মোকারম হোসেন মোয়াজ্জেম ছিলেন শোভাযাত্রার ব্যানারের সামনের সারিতে। মোকারম হোসেন মোয়াজ্জেম কুষ্টিয়া পৌর ১১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও কুষ্টিয়া বড় বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি। জানা গেছে, তিনি ২০২৩ সালের ৫ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের সময় তামজিদ হোসেন জনিকে হত্যাচেষ্টা মামলার ৪২ নম্বর আসামি। মামলাটি করেন ভুক্তভোগী জনির বড় ভাই জিলহজ হোসেন। সেই মামলায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মাহবুব উল আলম হানিফসহ ৭৩ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। সোমবার সকালে কুষ্টিয়া পৌরসভা চত্বর থেকে বের হওয়া জেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান ও পুলিশ সুপার মিজানুর রহমান। আর তাদের পাশেই দাঁড়িয়ে ছিলেন মোকারম হোসেন। এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ জনগণসহ রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। জানতে চাইলে মোকারম হোসেন মামলার বিষয়টি প্রথমে অস্বীকার করলেও পরে একটি মামলার কথা স্বীকার করে প্রতিবেদকের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এদিকে কুষ্টিয়া নাগরিক কমিটির প্রতিনিধি সুলতান মারুফ তালহা বলেন, “ফ্যাসিস্টদের সহযোগীদের সঙ্গে পথ চলা নিন্দনীয়। সে যেই হোক।” জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলব।” পুলিশ সুপার মিজানুর রহমান এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমান দুজনই গণমাধ্যমকে জানিয়েছেন, তারা বিষয়টি জানতেন না। জেলা প্রশাসক বলেন, “আমি তাকে চিনি না, খেয়াল করিনি। যদি তিনি মামলার আসামি হন, তাহলে পুলিশকে ব্যবস্থা নিতে বলব।”

আপনার অনুভূতি কী?






