উলিপুরে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন।

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:—বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা ও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। শোভাযাত্রাটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে উলিপুর বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়। এতে ব্যানার, ফেস্টুন, মুখোশ, ঢাক-ঢোল আর রঙিন পোশাকে অংশগ্রহণকারীরা তুলে ধরেন বাঙালি সংস্কৃতির প্রাণবন্ত চিত্র। পরে উপজেলা প্রশাসনের মিলনায়তনে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাটক ছিল অন্যতম আকর্ষণ। এছাড়াও আয়োজন করা হয় ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ছাত্রীদের জন্য হাড়ি ভাঙা প্রতিযোগিতা, যা উপস্থিত দর্শকদের মাতিয়ে তোলে। প্রতিটি আয়োজনে ছিল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি ভালোবাসা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. হায়দার আলী মিঞা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Apr 14, 2025 - 22:48
 0  4
উলিপুরে বর্ষবরণে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক আয়োজন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow