ভোট দিতে আসলেন কোলে ভর করে! তারেক জিয়ার প্রতি

নওগাঁ প্রতিনিধি:—দুই পা পঙ্গু, হাঁটতে পারেন না একা। কিন্তু দলের প্রতি ভালোবাসা এতটাই প্রবল যে, অন্যের কোলে ভর করে হাজির হয়েছেন ভোট কেন্দ্রে—শুধু প্রিয় নেতার নেতৃত্বে ভোট দিতে। এমনই এক চিত্র দেখা গেল নওগাঁর পত্নীতলা উপজেলায়, বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে। প্রতিবন্ধী বিএনপি কর্মী নুর ইসলাম বলেন, "আমি দলপাগল একজন কর্মী। ১৭ বছর পর যখন শুনলাম তারেক জিয়ার নির্দেশে নির্বাচন হচ্ছে, তখন থেকেই উত্তেজনায় ঘুম হারাম। আজ সেই স্বপ্নপূরণের দিন।" তিনি জানান, প্রিয় প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি দারুণ খুশি। এদিকে পায়ে ব্যান্ডেজ, হাতে ক্রাচ নিয়ে ভোট দিতে এসেছেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজ উদ্দিন মণ্ডল। তিনিও বলেন, "তারেক রহমানের নেতৃত্বে আস্থা রেখে এই কষ্ট সহ্য করে কেন্দ্রে এসেছি।" সোমবার, ১৪ এপ্রিল সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পত্নীতলার নজিপুর সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা কেন্দ্রে ভোটগ্রহণ চলে। দীর্ঘ ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। মোট ভোটার ৭৩৫ জন, ১১টি ইউনিয়ন থেকে তারা অংশ নেন। ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও ব্যবসায়ী নেতা এ.জেড. মিজান বলেন, "আমার রাজনৈতিক জীবনে এত উৎসবমুখর নির্বাচন দেখিনি। আশা করছি যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।" নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এমদাদুল হক মুকুল জানান, "ভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে চলছে। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।" সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা সামসুজ্জোহা খান বলেন, "আজকের এই নুর ইসলামরা প্রমাণ করছেন, তারেক রহমানের আদর্শে যারা রাজনীতি করেন, তাদের দমিয়ে রাখার শক্তি কোনো অপশক্তির নেই।" নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কে হবেন পরবর্তী নেতৃত্ব—সে প্রশ্নে এখন অপেক্ষায় পত্নীতলা উপজেলা বিএনপির নেতাকর্মীরা।

Apr 14, 2025 - 23:10
Apr 14, 2025 - 23:15
 0  5
ভোট দিতে আসলেন কোলে ভর করে! তারেক জিয়ার প্রতি

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow