চুরি করতে গিয়ে হাতেনাতে চোর চক্রের সদস্য সজিব আটক

স্টাফ রিপোর্টার।।। যশোরের অভয়নগরে সংঘবদ্ধ চোর চক্রের এক সদস্যকে আটক করে অভয়নগর থানা পুলিশের হাতে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাতে নওয়াপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ডের মশরহাটি এলাকায়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আটক চোর চক্রের সদস্য মোহাম্মদ সজিব হোসেন (২০) একই এলাকার আলমগীর হোসেনের ছেলে৷ জানা যায়, দীর্ঘদিন ধরে মশরহাটি ব্রিজ সংলগ্ন এলাকায় সজিবের নেতৃত্বে চুরি ছিনতায় সংগঠিত হয়ে আসছিলো। তবে তারা এতদিন ছিল ধরাছোঁয়ার বাইরে। তবে মঙ্লবার রাতে মশরহাটি এলাকার আনসার আলীর ছেলে আব্দুল খালেকের বাড়িতে চুরি করতে গেলে এলাকাবাসী টের পেয়ে হাতেনাতে সজিবকে আটক করা হয়। এবং তার অপর দুই সহযোগী মশরহাটি এলাকার আবুল কালামের ছেলে ইসমাঈল হোসেন (৩০) ও হাসেম জুলার ছেলে শফি (৩২) দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল খালেক বাদী হয়ে তিন জনের নাম উল্লেখপূর্বক অভয়নগর থানায় একটি মামলা দায়ের করেছেন। এব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শুভ্র প্রকাশ দাশ বলেন, চুরি করে পালানোর সময় সজিব নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে জনগণ। তার কাছ থেকে বাড়ির ব্যবহুত মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন জনের নাম উল্লেখপূর্বক মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানুয়ারি 9, 2025 - 00:23
 0  5
চুরি করতে গিয়ে হাতেনাতে চোর চক্রের সদস্য সজিব আটক

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow