প্রেমবাগে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

প্রতিনিধি।।। প্রেমবাগ ইউনিয়ন পরিষদ অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে আজ ০৮-১-২০২৫ ইং বুধবারবেলা ১১ টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সেলিম হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিষদের সচিব মোঃ সিদ্দিক আলী, মেম্বর হালিমা পারভিন, মুন্নী খাতুন, আব্দুল হক, তৈয়েবুর রহমান, রাজিব হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ জসিমউদ্দীন খোকন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ১ নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদ। এছাড়া বিভিন্ন স্কুল, মাদ্রাসা,ও কলেজের শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ও শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশগ্রহণ করা ১ নং প্রেমবাগ ইউনিয়নের আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হলো গাবখালী - মাগুরা ইউনাইটেড কলেজের অনন্যা বিশ্বাস ও শুভ মল্লিক , মাগুরা সিদ্দিকিয়া আলিম মাদ্রাসার রাবেয়া বসরী ওবিথী খাতুন , চেঙ্গুটিয়া - চাপাতলা আলিম মাদ্রাসার ফয়সল আহমেদ ও রাফিউল ইসলাম , আফসার মেহেরুন মডার্ন কলেজিয়েট স্কুলের ফারজানা আখতার ও তাসনিয়া রহমান , মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রিয়ন্তী মৃতিকা ও অর্থী পাল , বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের তাজুল ইসলাম ও আমীর হামজা, ধলিরগাতী মহিলা মাদ্রাসার সাদিয়া পারভিন ও সুমাইয়া খাতুন ও বাহিরঘাট মেছেরিয়া দাখিল মাদ্রাসার সিন্থিয়া সুলতানা ও লিমা খাতুন। অনুষ্ঠানে চ্যাম্পিয়ন হয় আফসার মেহেরুন মডার্ন কলেজিয়েট স্কুল ও রানার্সআপ হয় মাগুরা শান্তিলতা মাধ্যমিক বিদ্যালয় এবং সেরা বক্তা হওয়ার গৌরব অর্জন করেন আফসার মেহেরুন মডার্ন কলেজিয়েট স্কুলের তাসনিয়া রহমান। অংশগ্রহণকারী সকলের জন্য ছিলো সান্ত্বনা পুরস্কার। উপস্থিত সকলের জন্য নাস্তার ব্যবস্থা করে ১ নং প্রেমবাগ ইউনিয়ন পরিষদ। ০৯-০১-২০২৫ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় বনগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জানুয়ারি 9, 2025 - 00:15
 0  8
প্রেমবাগে তারুণ্যের উৎসব-২০২৫ অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow