শক্তি প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল করবেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক ।।।পানামার মালিকানাধীন পানামা খাল ও ডেনমার্কের গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে চান দেশটির নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি এজন্য যদি সামরিক ও অর্থনৈতিক শক্তি প্রয়োগের প্রয়োজন হয় সেটাও করবেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেয়ার আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) আবারও নিজের সম্প্রসারণবাদী মনোভাব প্রকাশ করেছেন রিপাবলিকান এ নেতা। স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে এ খবর উঠে এসেছে। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। কিন্তু তার আগেই আক্রমণাত্মক বৈদেশিক নীতির রূপরেখার প্রকাশ শুরু করেছেন তিনি। এক্ষেত্রে কূটনৈতিক বিবেচনা বা মার্কিন মিত্রদের উদ্বেগকে খুব একটা পাত্তা দিচ্ছেন না তিনি। সবশেষ মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্প করেন ট্রাম্প। তাকে প্রশ্ন করা হয়, পানামা খাল ও গ্রিনল্যান্ডের দখল নেয়ার যে চেষ্টা তিনি করছেন, সেই প্রক্রিয়ায় সফল হতে সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগের সম্ভাবনা আছে কি না। জবাবে ট্রাম্প সরাসরিই বলেন, ‘না, এই দুটোর কোনোটির বিষয়ে আমি আপনাদের কোনো নিশ্চয়তা দিতে পারছি না। তবে আমি এটা বলতে পারি, অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমাদের এই দুটিকেই প্রয়োজন।’ সংবাদ সম্মেলনে মেক্সিকো উপসাগরের (ইংরেজিতে গাল্ফ অব মেক্সিকো) নাম পরিবর্তন করে ‘গাল্ফ অব আমেরিকা’ করতে চান বলেও জানান ট্রাম্প। বলেন, ‘আমরা মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে আমেরিকা উপসাগর করতে যাচ্ছি। যেখানে একটি সুন্দর বলয় রয়েছে। অনেকগুলো অঞ্চলকে ছুঁয়ে থাকা এই উপসাগরের উপযুক্ত নাম আমেরিকা উপসাগর।’ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী রিপাবলিকান নেতা আরও বলেন, ‘সঠিক সময়ে’ তার সরকার মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তনের জন্য পদক্ষেপ নেবে।  প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে মেক্সিকো দিয়ে আসা অভিবাসীদের ঠেকাতে সীমান্তে উঁচু বেড়া নির্মাণের কাজ শুরু করিয়েছিলেন ট্রাম্প। প্রতিবেশী দেশটিকে আবারও নিশানা করে তিনি বলেন, ‘এটা (মেক্সিকো) একটা বিপজ্জনক দেশ

জানুয়ারি 9, 2025 - 00:03
 0  2
শক্তি প্রয়োগ করে হলেও গ্রিনল্যান্ড ও পানামা খাল দখল করবেন ট্রাম্প!

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow