জেলের তালা ভাঙার হুমকি সাত দিনের আলটিমেটাম

জেলা প্রতিনিধি, নওগাঁ:।।জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে নওগাঁ বিক্ষোভ সমাবেশ ও মিছিল; জেলের তালা ভাঙার হুমকি  বাংলাদেশ জামায়াতে ইসলামীর কারাবন্দী নেতা ও সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে ফুঁসে উঠেছে দলটির নেতাকর্মীরা। সেই সাথে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেয়ারও দাবি তুলেছেন তারা। তাই বিভিন্ন দাবিতে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে দলটি। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে শহরের নওজোয়ান মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। এর আগে সকাল থেকেই বিভিন্ন উপজেলার থেকে জামায়াতের নেতাকর্মীরা এসে জড়ো হয়। সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমির খ.ম আব্দুর রাকিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির ইঞ্জিনিয়ার এনামুল হক, অধ্যাপক মহিউদ্দিন, জেলা জামায়াতের সেক্রেটারী, এ্যাড: আ স ম সায়েম, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী নাসির উদ্দীন, মারুফ আহমেদ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মো. মাহবুবুল আলম, জেলা জামায়াতের শুরা সদস্য ও আত্রাই উপজেলা জামায়াতের আমির মাষ্টার মো. খবিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সারোয়ার হোসেন, জেলা সেক্রেটারি আব্দুর রাকিবসহ প্রমুখ।

ফেব্রুয়ারি 18, 2025 - 20:08
 0  6
জেলের তালা ভাঙার হুমকি সাত দিনের আলটিমেটাম

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow