দুই দিনের রিমান্ডে পলক, আনিসুল, সালমান, দীপুসহ ৯ জন

শামিম হাসান ঢাকা।।।রাজধানীর বাড্ডা থানার অটোরিকশা চালক হাফিজুল শিকদার হত্যা মামলায় সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকসহ ৯ জনকে ২ দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালত শুনানির শেষে এ আদেশ দেন। পাশাপাশি রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান সেলিম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রঞ্জন বিশ্বাসের ২ দিনের রিমান্ড দেন একই আদালত। এ ছাড়াও বাড্ডা, মিরপুর, কাফরুল ও কদমতলী থানার একাধিক হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রোকেয়া জামালসহ ১২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে

ফেব্রুয়ারি 3, 2025 - 14:12
 0  5
দুই দিনের রিমান্ডে পলক, আনিসুল, সালমান, দীপুসহ ৯ জন

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow