পানি সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের দাবি বিএনপির

পানি সমস্যা ও সীমান্ত হত্যা বন্ধসহ ভারতের সঙ্গে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান চায় বিএনপি। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি তুলে ধরেন। বিকেল ৪টায় ভারতীয় হাই কমিশনারের গাড়ি গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করে। হাই কমিশনারের সঙ্গে উপ-হাই কমিশনার প্রভন বাধে উপস্থিত ছিলেন।অন্যদিকে বিএনপি মহাসচিবের সঙ্গে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ। প্রায় ঘণ্টাব্যাপী এই বৈঠকে দুই দেশের মধ্য দ্বি-পাক্ষিক উন্নয়ন, বিভিন্ন সমস্যাবলি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক আরও কীভাবে গভীর করা যায়, দৃঢ় করা যায়- সে বিষয়ে আলোচনা হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সমস্যাগুলো রয়েছে আমরা সেগুলো তুলে ধরেছি। আমাদের পানি সমস্যার দ্রুত সমাধান হওয়া দরকার-আমরা সে কথা বলেছি। সীমান্ত হত্যা বন্ধ করা প্রয়োজন- সে কথাগুলোও বলেছি। সেই সঙ্গে সিকিউরিটির যে বিষয়টা আছে সেটা নিয়েও কথা বলেছি।’ তিনি বলেন, ‘তারা (ভারতীয় হাই কমিশনার) বলেছেন যে, তারা এই বিষয়গুলোতে সজাগ। তারা চেষ্টা করছেন দ্রুততার সঙ্গে এই সমস্যাগুলোর কীভাবে সমাধান করা যায়। তাদের মূল বক্তব্য হচ্ছে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান। বিশেষ করে এই পরিবর্তনের (ছাত্র-জনতার বিপ্লবে ক্ষমতার পরিবর্তন) পরে নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন তাদের সঙ্গে তারা ইতোমধ্যে যোগাযোগ করেছেন, কথা বলেছেন।’ বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিএনপি এজ এ পলিটিক্যাল পার্টি, আমাদের সঙ্গেও তারা তাদের দেশের রাজনৈতিক দলগুলোর সম্পর্ক দৃঢ় করতে চান। এই সম্পর্কের মধ্যে কী করে আরও সুস্থতা, আরও পজেটিভিটি নিয়ে আসা যায়- সেটা নিয়ে তারা কাজ করতে আগ্রহী।’ কূটনীতিকদের সঙ্গে বৈঠকগুলোতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী থাকলেও আজ (রোববার) তিনি অনুপস্থিত ছিলেন। গত বৃহস্পতিবার তিনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন।

Sep 22, 2024 - 20:28
 0  4
পানি সমস্যার সমাধান ও সীমান্ত হত্যা বন্ধের দাবি বিএনপির

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow