নওয়াপাড়া মডেল কলেজে নবীন বরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ কৃত্বিত্বে স্মারক প্রদান

শেখ আলী আকবারঃ যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী এবং জাতীয় শিক্ষা সপ্তাহ কৃত্বিত্বে স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২২ আগষ্ট সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল নিহত ও আহতদের উদ্দেশ্য দোয়া পাঠের মধ্য দিয়ে নওয়াপাড়া মডেল কলেজে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সহ জাতীয় শিক্ষা সপ্তাহ ২৪ এর কৃতিত্বে স্মারক প্রদান করা হয়েছে। সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্রী আর্শি'র সঞ্চালনায় ও মডেল কলেজ'র অধ্যক্ষ মোহাম্মদ মহিদুল ইসলাম খান'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা পরিষদ ও সদ্য কলেজটির সভাপতি কে এম আবু নওশাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। সহকারী অধ্যাপক মোঃ রবিউল ইসলাম খান, কালিদাস হালদার, বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ এফ এম আঃ রাউফ।শিক্ষক সেক্রেটারি মোঃ আনোয়ার হোসেন। কলেজ শিক্ষার্থী প্রথম বর্ষের মানবিক বিভাগের ইশরাত জাহান, ও কৃতী ছাত্র মোঃ ফেরদৌস। এর আগে সকল নবীন শিক্ষার্থীদের ফুল ও কলেজ'র সময়সূচি সম্বলিত বাৎসরিক ক্যালেন্ডার দিয়ে বরণ করে নেওয়া হয়। এছাড়াও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৬ জন শিক্ষার্থী ও রোভার স্কাউট'র শ্রেষ্ঠ রোভার গ্রুপ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এর ৩৯ জন সহ শ্রেষ্ঠ অধ্যক্ষ মুহিদুল ইসলাম খান,শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক এস এম ইমদাদুল হক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ জারীদল, শ্রেষ্ঠ রোভার স্কাউট দল,শ্রেষ্ঠ দেশাত্মবোধক গান শ্রেষ্ঠ নৃত্য'র পুরস্কার বিতরণী ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। পরে কলেজ'র নির্ধারিত সভাকক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগস্ট 22, 2024 - 18:25
 0  2
নওয়াপাড়া মডেল কলেজে নবীন বরণ ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ কৃত্বিত্বে স্মারক প্রদান

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow