নওয়াপাড়া মডেল কলেজে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন।
সরকারি নির্দেশক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা:) পালনের লক্ষ্যে নওয়াপাড়া মডেল কলেজে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সা:)এর অনুষ্ঠান উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ জনাব এফ এম এ রউফ। অধ্যক্ষ মোহাম্মাদ মহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন শিক্ষক মো: রবিউল হাসান খান(ইসলাম শিক্ষা), এস এম আবুল কালাম আজাদ(ইসলামের ইতিহাস), জি এম জাহাঙ্গীর আলম(আইসিটি), এস এম ইমদাদুল হক(ক্রীড়া শিক্ষক)প্রমুখ।উক্ত অনুষ্ঠানে ৪ টি প্রতিযোগিতা আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে সাদিয়া তাসনীম - বিজ্ঞান বিভাগ (২য় বর্ষ),২য় স্থান তাসনিয়া নূর - মানবিক বিভাগ (১ম বর্ষ),৩য় স্থান মাসবুর তকি - মানবিক বিভাগ(১ম বর্ষ) হামদ-নাত১ম স্থান জিনিয়া - ১ম বর্ষ,২য় স্থান ইরফান - ১ম বর্ষ,৩য় স্থান সুমাইয়া - ১মবর্ষ,পবিত্র কুরআন তেলওয়াত ১ম স্থান আবু বক্কর - ১ম বর্ষ,২য় স্থান মোঃ শামীম - ১ম বর্ষ,৩য় স্থান আরিফুল ইসলাম - ১ম বর্ষ,নবী (সাঃ) এর জীবন নিয়ে বক্তব্য ১ম স্থান হুসাইন - ১ম বর্ষ,২য় স্থান ইসরাত জাহান - ১ম বর্ষ,৩য় স্থান অপ্সরী - ১ম বর্ষ।
আপনার অনুভূতি কী?