বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৪৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৩তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় শহরের পোস্ট অফিস পাড়ার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মো. মুস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা, কলামিস্ট আমিরুল ইসলাম রন্টু, বীর মুক্তিযোদ্ধা কবি মোহাম্মদ আব্দুল খালেক, কবি আমির হোসেন মিলন, কবি এমএনএস তুর্কি, কবি এমএ কাসেম অমিয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি আহমদ রাজু। বিএসপির সাধারণ সম্পাদক কবি গোলাম মোস্তফা মুন্না’র পরিচালনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন, কবি রবিউল হাসান, রাশিদা আখতার লিলি, আতিয়ার রহমান, ভদ্রাবতী বিশ্বাস, অ্যাড. মাহমুদা খানম, আবুল হাসান তুহিন, আহমেদ মাহবুব ফারুক, নূরজাহান আরা নীতি, শংকর নিভানন, এএফএম মোমিন যশোরী, অরুণ বর্মন, কাজী নূর, কবি ও গবেষক রবিউল হাসনাত সজল, সীমান্ত বসু, সানজিদা ফেরদৌস, শরীফ হোসেন ধীমান, সঞ্জয় নন্দী, মোঃ নজরুল ইসলাম প্রমুখ।

নভেম্বর 2, 2024 - 13:01
 0  13
বিদ্রোহী সাহিত্য পরিষদের ২৪৩তম সাহিত্য সভা অনুষ্ঠিত

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow