যশোর শেখহাটিতে গৃহকত্রী হত্যায় বাবলা-সুমন গ্রেফতার

যশোর প্রতিনিধি: যশোর শেখহাটির আদর্শপাড়ায় গৃহকত্রী শাহানারা বেগম সারার লাশ উদ্ধার হয় ৩১ অক্টোবর। নিহতের স্বামী ও স্থানীয়রা অভিযোগ করেন ভাড়াটে ঘর ছেড়ে দিতে চাপ দেয়ায় তারা খুন করেছে। গলাকেটে হত্যার পর তারা স্বর্ণালঙ্কার লুট করে পালায়। প্রাথমিক তদন্ত ও অভিযোগকে গুরুত্ব দিয়ে মাঠে নামে পুলিশ। গতকাল শুক্রবার (১ নভেম্বর) অভিযুক্ত পার্শ্ববর্তী গ্রাম তালবাড়িয়ার বাবলা ও সুমনকে পৃথক স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পিবিআই যশোর ইউনিটের একটি চৌকষ দল। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে-এমন তথ্য মিলেছে গ্রেফতার করা পিবিআইর একটি সূত্রে। তবে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেনি সংস্থাটির দায়িত্বশীল কোনো কর্মকর্তা। ধারণা করা হচ্ছে-আজ শনিবার প্রেসব্রিফিং করে বিষয়টি গণমাধ্যমকে জানানো হতে পারে। এদিকে, বাবলা ও সুমন গ্রেফতার সংস্থাটির জন্য একটি বড় সাফল্য বলে মনে করছেন পিবিআইর এক কর্মকর্তা। হত্যাকাণ্ডের একদিনের মাথায় আসামিদের সনাক্ত ও গ্রেফতারের নজির খুবই শোনা যায়।

নভেম্বর 2, 2024 - 12:59
 0  5
যশোর শেখহাটিতে গৃহকত্রী হত্যায় বাবলা-সুমন গ্রেফতার

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow