নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ'লীগের সম্পাদক পলাশকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা
অভয়নগর (যশোর) প্রতিনিধি - নওয়াপাড়ায় সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশ( ৪৮) কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস। শনিবার রাত ১০ টার সময় নওয়াপাড়া বেঙ্গল রেল ক্রসিং কর অফিসের পাশের এ ঘটনা ঘটে। সন্ত্রাসীরা তাকে নির্যাতন করে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় । স্থানীয়রা উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহত জিয়াউদ্দিন পলাশ নওয়াপাড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে ওই এলাকার মৃত ইব্রাহিম সর্দারের ছেলে। এর আগে তার পিতা ইব্রাহিম সরদারকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। স্থানীয়রা জানান, এ সময় পলাশ শেখ হত্যার অভিযোগে রইচ উদ্দীনকে স্থানীয় জনতা গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ রইচকে অভয়নগর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় প্রেরন করে। এ ব্যাপারে অভয়নগর থানার তদন্ত ওসি শুভ্র প্রকাশ দাস বলেন, সাবেক কাউন্সিলর জিয়াউদ্দিন পলাশকে সন্ত্রাসীরা হত্যা করেছে। বিষয়টি এখনো তদন্ত চলছে,যারা হত্যা করেছে তাদেরকে আটকের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের টিম মাঠে কাজ করছে। অভয়নগর থানার ওসি মো: এমাদুল করিম জানান, সাবেক কাউন্সিলর পলাশকে সন্ত্রাসীরা হত্যা করে ফেলে রেখে যায়। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আপনার অনুভূতি কী?