নড়াইলে বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষে কার্তায়ানী পূজা মন্দিরে নগদ অর্থ ও মিষ্টি বিতারন।

রাসেল মোল্লা,নড়াইল নড়াইল সদর উপজেলা কলোড়া ইউনিয়নে কার্তায়ানী পূজা মন্দির পরিদর্শন ও নগত অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বিশিষ্ট সমাজ সেবক সৌদি প্রবাসী রবি বিশ্বাসের পক্ষ থেকে ইউনিয়নের প্রতিটি কার্তায়ানী পূজা মন্দিরে এ নগত অর্থ সহায়তা প্রদান করা হয়। ৮ নং কলোড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু বক্কার বিস্বাসের নেতৃত্বে ২ শতাধিক বিএনপির নেতা কর্মী একত্রিত হয়ে ইউনিয়নের প্রতিটি পূজা মন্দির পরিদর্শন শেষে মন্দির কমিটি নিকট এ অর্থ সহায়তা প্রদান করেন। এসময় , ইউনিয়ন বিএনপি সদস্য সচিব মাসুদ মিনা,ইউনিয়ন বিএনপি নেতা টিটাব মোল্যা, মহিলা ইউপি সদস্য মঞ্জুরা বেগম, আগদিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ বিশ্বাস,শিমুলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি শাকির মোল্যা, ইউনিয়ন যুবদল নেতা, আনিস বিশ্বাস, ইমরান শিকদার,প্রত্যেক ইউনিয়নের ইউপি সদস্য সহ, ইউনিয়ন বিএনপির সকল অংগসংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নভেম্বর 11, 2024 - 17:09
 0  5
নড়াইলে বিএনপি নেতা রবি বিশ্বাসের পক্ষে কার্তায়ানী পূজা মন্দিরে নগদ অর্থ  ও মিষ্টি বিতারন।

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow