পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-

উৎপল সরকার , পাংশা প্রতিনিধি।।।রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ই মার্চ) বিকেলে উপজেলার বহলাডাঙা উচ্চ বিদ্যালয় মাঠে সরিষা ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম ওবায়েদ মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশি হারুন অর রশিদ। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো: চাঁদ আলী খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পাংশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: রফিকুল ইসলাম,পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: সামসুল আলম আকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রিংকু সহ অন্যান্যরা। এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মঞ্জুর রহমান,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, পাংশা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরিফ-উল ইসলাম মিষ্টি, পাট্টা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকিদুল ইসলাম, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাবু সরদার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: রুহুল আমিন, পৌর যুবদলের আহ্বায়ক সবুজ সরদার, প্রমুখ। সার্বিক সহযোগীয় ছিলেন, সাইফুল ইসলাম, , উজ্জ্বল হোসেন,মনির হোসেন,মোক্তার হোসেন,রাফসান জানি,মাহাবুব হাসান জুয়েল,তুষার ইমরান,ইর্দিস মন্ডল।মোস্তফা, বাহার,বিটু,কুদ্দুস মন্টু,শরিফুল ইসলাম, শরিফ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি,ছাত্রদল,যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

মার্চ 22, 2025 - 22:40
 0  13
পাংশায় সরিষা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-

আপনার অনুভূতি কী?

like

dislike

love

funny

angry

sad

wow